শ্রমিক কল্যাণ তহবিলে দুই কোম্পানির সোয়া তিন কোটি টাকা

বেক্সিমকো ফার্মা ও কটস বাংলাদেশসরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সোয়া তিন কোটি টাকা জমা দিয়েছে দুই কোম্পানি। কোম্পানি দুটি হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং কটস বাংলাদেশ। মঙ্গলবার সকালে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে এসব চেক হস্তান্তর করা হয়।

বেক্সিমকো ফার্মার পক্ষে সিওও রাব্বুর রেজা এবং কটস বাংলাদেশের পক্ষে কোম্পানির মানবসম্পদ বিভাগের পরিচালক জুলফিকার হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চেক হস্তান্তর করেন।

জানা গেছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি বছরের লভ্যাংশের ৫ শতাংশের আট ভাগের একভাগ বা এক কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮৯ টাকা এবং কটস বাংলাদেশ ৯৫ লাখ ৮২ হাজার ৪০১ টাকা সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।

আরও পড়ুন:
এসএমই খাতে খেলাপি ঋণ বাড়ছে