গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭.২৮ শতাংশ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। আর মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ০৪ শতাংশ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এটি।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় ১ হাজার ৬০২ ডলার থেকে বেড়ে ১ হাজার ৬১০ ডলার হয়েছে। যা প্রাথমিক হিসাবে ছিল ১ হাজার ৬০২ মার্কিন ডলার। তিনি বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে প্রাথমিক হিসাবে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল। কিন্তু চূড়ান্ত হিসাবে তা অতিক্রম করেছে। শেষ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।’
পরিকল্পনামন্ত্রী জানান— মঙ্গলবারের একনেক বৈঠকে বরিশালে শেখ হাসিনা সেনানিবাস নির্মাণসহ মোট ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ও সংশোধিত এসব প্রকল্পের মোট ব্যয় সরকারি অর্থায়ন থেকে করা হবে ৩ হাজার ৩১৮ কোটি ৩৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১৫ কোটি ২৭ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে শেখ হাসিনা সেনানিবাস নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১হাজার ৬৯৯ কোটি টাকা। এর পুরোটাই আসবে সরকারি অর্থায়ন থেকে।