অক্টোবরে মূল্যস্ফীতি ৬.০৪ শতাংশ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালমাসের ভিত্তিতে গত অক্টোবর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাতে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য তুলে ধরে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।’ সম্প্রতি মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে তিনি দায়ী করে বলেন, ‘এবার বর্ষা অনেক আগেই এসেছে এবং একটু বেশি সময় ধরে ছিল।’
তিনি মনে করেন, খাদ্যপণ্যের দাম কমায় মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাজারে খাদ্যপণ্যের দাম কমেছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘চলতি নভেম্বর মাসে দাম আরও কমবে।’
তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরের চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। পরিকল্পনামন্ত্রী জানান, ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার থেকে বেড়ে ১৬১০ ডলার হয়েছে। যা প্রাথমিক হিসাবে ১৬০২ মার্কিন ডলার ছিল।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরে প্রাথমিক হিসাবে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল। কিন্তু চূড়ান্ত হিসাবে তা অতিক্রম করেছে। শেষ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ।’

আরও পড়ুন:

বাংলাদেশে এখন মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার