ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর জন্য বিশেষায়িত গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব শিল্পমন্ত্রীর

ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে একটি ‘বিশেষায়িত এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র’ স্থাপনের প্রস্তাব করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নাইজেরিয়ার রাজধানী আবুজার ট্রান্সকোভার হিলটন হোটেলে অনুষ্ঠিত ষষ্ঠ ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনে বক্তৃতাকালে শিল্পমন্ত্রী এ প্রস্তাব দেন।

ষষ্ঠ ডি-৮ অনুষ্ঠানে শিল্পমন্ত্রীশিল্পমন্ত্রী বলেন, ‘এসএমইখাতে বিরাজমান বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর দ্রুত আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’ এজন্য মন্ত্রী সদস্য দেশগুলোর মধ্যে এসএমইখাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে দ্রুত সমঝোতা স্মারক স্বাক্ষরের পরামর্শ দেন।

বাংলাদেশ ছাড়াও তুরস্ক, মিশর, পাকিস্তান ও নাইজেরিয়ার শিল্প/বাণিজ্য মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন। সভায় নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী ড. অকেচুকু এনেলামাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। পরে আবুজা ঘোষণার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘এসএমই’র সমন্বিত উন্নয়নের জন্য সব সদস্য দেশসমূহকে অবিলম্বে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে হবে এবং সে মোতাবেক কাজ করতে হবে। অটোমোটিভ, পেট্রোকেমিক্যাল, সিরামিক, ইস্পাত, টেক্সটাইল ও পোশাক শিল্পের উন্নয়নের জন্য সদস্য দেশসমূহের মধ্যে ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন গড়ে তুলতে হবে। বাণিজ্যে অশুল্ক বাধা দূরীকরণের জন্য পণ্যের মানের ক্ষেত্রে সমতা আনয়ন করার ব্যবস্থা করতে হবে।’

সভার সাইডলাইনে নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী ড. অকেচুকু এনেলামাহ মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এসময় মন্ত্রী রোহিঙ্গা সমস্যাকে আন্তর্জাতিক ফোরামে উত্থাপন এবং এ সমস্যা সমাধানে সহায়তা প্রদানের জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান। বিশেষ করে গতমাসে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা সমস্যাকে জাতিগত নিধন হিসাবে আখ্যায়িত করা ও রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নাইজেরিয়ার শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে আমির হোসেন আমু দু’দেশের মধ্যে বিনিয়োগ চুক্তি ও বাণিজ্য সম্প্রসারণে এফটিএ সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সে দেশে কৃষিজাত পণ্য উৎপাদন, ঔষধ ও জাহাজ শিল্প স্থাপনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা তুলে ধরেন। নাইজেরিয়ার শিল্পমন্ত্রী দু’দেশের শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যক্রমের ইচ্ছা পোষণ করেন। এছাড়া তুরস্কের বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প বিষয়ক মন্ত্রী ড. ফারুক অজলু মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মিলিত হন।