ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন চান ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা

গণমানুষের প্রকৌশলী হিসেবে উপযুক্ত সামাজিক ও পেশাগত মর্যাদার দাবি করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। দেশের বিভিন্নখাতে অবদান রাখা প্রায় ৫ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের পক্ষ থেকে রবিবার (১৯ নভেম্বর)গণপ্রকৌশল দিবসে এ দাবি তোলা হয়েছে।এছাড়াও বিতর্কিত ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করে গেজেট প্রকাশসহ বিভিন্ন দাবি তুলে ধরেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের নেতারা।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আইডিইবি ভবনে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ ও এসডিজি অর্জনে দক্ষতা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি তোলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সংগঠনের সভাপতি প্রকৌশলী এ কে এম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া,জাতীয় পার্টির (জেপি) মহাসচিব ও সাবেকমন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জাসদের স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পঞ্চাশের দশকে ফিরিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল চেতনা পুনরুদ্ধারের পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির ধারা জোরদার করা হয়েছে। এর ফলে বাংলাদেশ এমডিজি লক্ষ্য অর্জনে এশিয়ার অন্য দেশগুলো থেকে এগিয়ে গেছে। বাংলাদেশ অনেক আর্থ-সামাজিক সূচকে প্রতিবেশী রাষ্ট্র ভারতকেও ছাড়িয়ে গেছে। এক সময় সাত কোটি জনসংখ্যা নিয়ে খাদ্য ঘাটতি থাকলেও বর্তমানে দেশে কোনও খাদ্যাভাব নেই বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আইডিইবি’র নেতারা জানান, গণমানুষের প্রকৌশলী হিসেবে দেশের বিভিন্নখাতে প্রায় ৫ লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিরলসভাবে কাজ করছে। জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান থাকলেও তারা উপযুক্ত সামাজিক ও পেশাগত মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বিতর্কিত ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করে গেজেট প্রকাশ, সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সহকারী প্রকৌশলী ও  সমমানের পদে পদোন্নতির ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ কোটা সংরক্ষণ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের মতো একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পরিকল্পনা ও নকশা বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যক্তিগত ভাতা হিসেবে সহকারী প্রকৌশলীদের অনুরূপ ৩টি ইনক্রিমেন্ট প্রদান এবং জাতীয় উন্নয়নের বৃহত্তর স্বার্থে আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট অনুযায়ী সেটআপ প্রণয়নের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরেন।