মোবাইল ব্যাংকিংয়ে ফি কমানো সম্ভব নয়

বাংলাদেশ ব্যাংকমোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেনে চার্জ বা ফি কমবে না বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভংকর সাহা।

বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক কর্মশালায় তিনি বলেন, ‘বেশ কিছু পদক্ষেপের পর বাংলাদেশ ব্যাংক মনে করছে এটা (ফি) এখন কমানো সম্ভব নয়। কারণ, এই সেবা থেকে এজেন্ট পর্যায়ের আয় অনেক কম।’ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ব্যাংক।

শুভংকর সাহা বলেন, ‘মোবাইলে ব্যাংকিং সেবায় খরচ বেশি; এর বড় কারণ এখানে প্রতিযোগিতা কম। এই খরচ কমানোর বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছিল; যারা ইতোমধ্যে পাঁচটি মিটিং করেছে। তবে এর সঙ্গে জড়িত স্টেকহোল্ডাররা ছাড় দিতে চায় না।’

ধাতব মুদ্রা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে ব্যাংক, ব্যবসায়ী বা ব্যক্তি কয়েন নিতে চায় না, তারা বেআইনি কাজ করছেন। কারণ, বাংলাদেশ ব্যাংক কয়েনের ব্যবহার বন্ধ করেনি।’

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। এ সময় ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।