শ্রমিক কল্যাণ তহবিলে দুই কোম্পানির এক কোটি ৭৬ লাখ টাকা

মারিকো-বাটা সুসরকারের শ্রমিক কল্যাণ তহবিলে মুনাফা থেকে এক কোটি ৭৬ লাখ ২৯ হাজার ২৫৮ টাকা জমা দিয়েছে দুই কোম্পানি। ২০১৬-১৭ অর্থবছরের মুনাফা থেকে কোম্পানি দুটি এ টাকা জমা দিয়েছে। কোম্পানি দুটি হলো- বাটা সু কোম্পানি লিমিটেড এবং মারিকো বাংলাদেশ লিমিটেড।

রবিবার সকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর হাতে কোম্পানির পক্ষ থেকে সমপরিমান অর্থের চেক হস্তান্তর করা হয়। বাটার পক্ষে কোম্পানির এমডি চিটপাং কানাহাসিরি ৭৪ লাখ ৮৭ হাজার ৩২৭ টাকা এবং মারিকোর পক্ষে অর্থ অফিসার ইলিয়াস আহমেদ এক কোটি এক লাখ ৪১ হাজার ৯৩১ টাকার চেক হস্তান্তর করেন।

পরে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘এটা একটা ইউনিক আইন। এ আইনে একটি কোম্পানির কর্মচারী সারাবছর যে টাকা বেতন পান অনেক কোম্পানির কর্মচারীরা লভ্যাংশের টাকা বাবদ তার চেয়ে বেশি পান। আইন অনুসারে একটি কোম্পানির বছরে মোট মুনাফার পাঁচ শতাংশের এক দশমাংশ এ তহবিলে জমা দেয়। এটা তারই অংশ।

আরও পড়ুন:
স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে