বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান

বিদ্যুৎ

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ আহ্বান জানান। এদিন সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত রি সং হাইয়ন। এ সময় তাকে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী। তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বিশাল কর্মযজ্ঞ চলছে, তাতে দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ কম। তবে বিদ্যুৎকেন্দ্র ও টার্মিনাল স্থাপন আর কয়লা বা কঠিন শিলা উত্তোলনে বাংলাদেশে কাজ করার সুযোগ রয়েছে দক্ষিণ কোরিয়ার। বাংলাদেশে ইতোমধ্যে এই খাতে ২১০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে। আরও বিরাট অঙ্কের বিনিয়োগের প্রয়োজন।’
বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও যন্ত্রপাতি প্রস্তুতকরণে দক্ষিণ কোরিয়া আগ্রহী বলে জানিয়েছেন রাষ্ট্রদূত রি সং হাইয়ন। এ সময় তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি অপরিহার্য। পারস্পরিক সহযোগিতা উভয় দেশের উন্নয়নে অবদান রাখবে।’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।