পদত্যাগ করলেন এবি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন জন

এবি ব্যাংকবেসরকারি এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ফাহিমুল হক। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তারা তিনজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এদিন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) তাদের পদত্যাগ পত্র গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 
এদিকে এবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মোর্শেদ খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে এম এ আওয়াল ও ভাইস চেয়ারম্যান হিসেবে এসেছেন ফিরোজ আহমেদ। এছাড়া নতুন তিন পরিচালক হয়েছেন শিরিন শেখ, নাজির আহমেদ ও মোশতাক আহমেদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তারা ব্যাংকটিতে যোগদান করবেন।



বেশ কিছুদিন ধরেই এবি ব্যাংকের মালিকানা পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। চার মাস আগে এর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার আয়োজন করা হলেও অজ্ঞাত কারণে এসব আয়োজন করতে ব্যর্থ হয় বর্তমান পর্ষদ। এরপর সিদ্ধান্ত হয় ২১ ডিসেম্বর কুর্মিটোলা গলফ ক্লাবে এ দুটি সভা হবে। কিন্তু শেষে স্থান পরিবর্তন করে এজিএমের স্থান হিসেবে লা মেরিডিয়ান হোটেল নির্ধারণ করা হয়। এখানেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচালকের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।
আরও পড়ুন: 

এবার ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণ 


অপসারণ হতে পারেন ফারমার্স ব্যাংকের এমডিও!
ফারমার্স ব্যাংকের দুরবস্থার জন্য পরিচালনা পর্ষদকে দুষলেন এমডি