বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি


বাংলাদেশ ব্যাংকপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) নিয়োগের জন্য বাছাই (সার্চ) কমিটি গঠন করেছে সরকার। কমিটি যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে সরকার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেবে। অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ। এ ছাড়া সদস্য সচিব করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে।

কমিটি ২০১৮ সালের প্রথমদিন ১ জানুয়ারি থেকেই কাজ শুরু করবে। আগের মতোই আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করে সাক্ষাৎকার নেওয়ার পর সুপারিশ করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকে ডেপুটি গভর্নরের চারটি পদ থাকলেও কর্মরত আছেন তিনজন। এর মধ্যে আগামী ৩১ জানুয়ারি ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে। অপর ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের মেয়াদও শেষ হবে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।

গত বছরের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির ঘটনার পর সরকার বাংলাদেশ ব্যাংকের দুই ডিজি আবুল কাসেম ও নাজনীন সুলতানাকে সরিয়ে দেয়। ওই বছরের ১৬ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগের জন্য কাজী খলীকুজ্জমান আহমদকে প্রধান করে সার্চ কমিটি করে সরকার। কমিটি তিনজনের নাম সুপারিশ করলে ২০১৬ সালের ৪ ডিসেম্বর ডেপুটি গভর্নর হিসেবে ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।