এনবিআরে ৩৩৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ

এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগে ৩৩৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি তারা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (বিপিএসসি) সুপারিশে ৫১১ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৩৯ জনকে নিয়োগ দেয় এনবিআর।

বুধবার (২৪ জানুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২টি শর্তসাপেক্ষে বিপিএসসি কর্তৃক এনবিআরের অধীন শুল্ক, আবগারি ও ভ্যাট অনুবিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ৩৩৯ জন নতুন সহকারী রাজস্ব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো। শর্তের মধ্যে শুল্ক, ভ্যাট ট্রেনিং একাডেমিতে ৩ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ, ২ বছর শিক্ষানবিস হিসেবে কাজ করা, শিক্ষানবিস থাকার সময় আচার-আচরণ নিয়ন্ত্রিত রাখা অন্যতম।