চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জুলফিকার আজিজ

জুলফিকার আজিজচট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে কমোডোর জুলফিকার আজিজ যোগদান করেছেন। সোমবার (২৯ জানুয়ারি) বিকালে বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

পোর্ট সেক্রেটারি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, নতুন বন্দর চেয়ারম্যান সোমবার বিকালে দায়িত্ব বুঝে নিয়েছেন। মঙ্গলবার থেকে তিনি অফিস করবেন। নতুন চেয়ারম্যান ২০১২ সাল থেকে প্রেষণে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

কমোডোর জুলফিকার আজিজ ১৯৬৩ সালের ১৮ অক্টোবর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। নটরডেম কলেজ থেকে এইচএসসি পাসের পর ১৯৮৪ সালের জানুয়ারি মাসে ক্যাডেট হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন।

১৯৮৯ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসিতে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে মেকাট্রনিক্সে মাস্টার্স ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে ভারতে মেরিন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন ডিগ্রি নেন। স্টাফ কলেজসহ নৌবাহিনীতে বিভিন্ন প্রশিক্ষণ সমাপ্ত করেন। এছাড়া ২০১৬ সালে আয়ারল্যান্ডে পোর্ট ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ নেন।