আগামী বাজেটে ন্যাশনাল পেনশন সিস্টেমের রূপরেখা দেবেন অর্থমন্ত্রী

ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় দেশের ১৬ কোটি মানুষকে পেনশন দেওয়া যায় কিনা— তা নিয়ে চিন্তাভাবনা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী বাজেটে এ বিষয়ে তিনি একটি রূপরেখা দেবেন বলে জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীবৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় দেশের ১৬ কোটি মানুষকে পেনশন দেওয়া যায় কিনা, তা চিন্তাভাবনা করছি। আগামী বাজেটে আমি এ বিষয়ে একটা রূপরেখা দেবো।’

সাবেক সরকারি কর্মকর্তাদের পেনশন অনলাইনের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বাটন চেপে মন্ত্রণালয়ের সাবেক ৯৭ জন কর্মকর্তার পেনশন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের মোবাইলে টাকা জমা হওয়ার মেসেজ চলে যায়। এই প্রক্রিয়া চালুর ফলে এখন থেকে ওই কর্মকর্তাদের পেনশনের টাকা তুলতে বই নিয়ে এজি অফিস বা অন্য কোনও অফিসে ঘুরতে হবে না, তাদের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

অর্থ মন্ত্রণালয়ের সাবেক ৯৭ জন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— সাবেক মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান, সিদ্দিকুর রহমান, সাবেক প্রধান হিসাবরক্ষক লুৎফুল মজিদ প্রমুখ।

অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আজ আমি অনেক খুশি ও উৎফুল্ল। বাংলাদেশের পেনশন সিস্টেমে একটি গুণগত পরিবর্তন হলো। এখন থেকে আর কাউকে পেনশন পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। পর্যায়ক্রমে দেশের মোট ছয় লাখ ৫৭ হাজার ২১২ জন পেনশনপ্রাপ্তরা এ সুবিধার আওতায় আসবেন।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা সবসময় জনকল্যাণে কাজ করি। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেন। আজকের এই উদ্যোগটিও সেটাই প্রমাণ করে।’

অনুষ্ঠানে অর্থ সচিব মুসলিম চৌধুরী বলেন, ‘ট্যাক্সের চালানও যেন এ সিস্টেমে (অনলাইন) দেওয়া যায়, সে চেষ্টা করা হচ্ছে। এটা হলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে মতপার্থক্য থাকবে না।’

আরও পড়ুন:
 বিএনপির নির্বাহী কমিটির বৈঠকের স্থান পরিবর্তন, হবে লা মেরিডিয়ানে