বিজেএমসি’র কাছ থেকে ৪৩৫ কোটি টাকার বস্তা কিনবে বিসিএসএ

বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) কাছ থেকে মোট ৪৩৫ কোটি টাকা মূল্যের ১০ কোটি ৬০ লাখ পিস পাটের বস্তা কিনবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

রবিবার সচিবালয়ে পাট মন্ত্রণালয়ের সম্মেলক কক্ষে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তিতে বিজেএমসির পক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালেহ উদ্দিন এবং বিসিএসএ’র পক্ষে প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. কামরুল হোসেন চৌধুরী সই করেন।

চুক্তি অনুসারে, প্রতি পিস বস্তার দাম ধরা হয়েছে ৪২ টাকা। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বিজেএমসি এই পরিমাণ বস্তা বিসিএসএকে সরবরাহ করবে।

পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে ২৮৫ ধরনের পাট পণ্য দেশে ও বিদেশের বাজারে রফতানি হচ্ছে। এছাড়ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করে ইউরোপের দেশগুলোয় পাটজাত পণ্য রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের চুক্তিটি দেশের অভ্যন্তরে সবচেয়ে বড় চুক্তি।’

বিসিএসএ’র সচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘কোল্ড স্টোরেজগুলোয় নারী এবং পুরুষ শ্রমিকদের জন্য আদালতে একটি নির্দেশনা আছে। নির্দেশনা অনুযায়ী একটি কোল্ড স্টোরেজে একজন পুরুষ শ্রমিক সর্বোচ্চ ৫০ কেজি এবং নারী শ্রমিক সর্বোচ্চ ৩০ কেজি ভার বহন করতে পারবেন। আদালতের এই নির্দেশ পরিপালন করে আমরা ৩০ ও ৫০ কেজির বস্তা নিচ্ছি।’

আরও পড়ুন: চা শ্রমিকদের বাড়ি বানাতে ২ শতাংশ হারে ঋণের ঘোষণা প্রধানমন্ত্রীর