‘টি ডাইভারসিফিকেশন’ ক্যাটাগরিতে সেরা কাজী অ্যান্ড কাজী টি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিচ্ছেন কাজী নাবিল আহমেদবাংলাদেশে বিভিন্ন ধরনের সর্বোচ্চ সংখ্যক চা উৎপাদন ও রফতানি করে ‘টি ডাইভারসিফিকেশন’ ক্যাটাগরিতে সেরা হয়েছে কাজী অ্যান্ড কাজী টি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক কনভেশন সিটি বসুন্ধরায় ‘বাংলাদেশ চা প্রদর্শনী’তে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

চা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পুরস্কার বিজয়ীরাএ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আগে শুধু সিলেট ও চট্টগ্রামে চা উৎপাদন হতো। কিন্তু বর্তমানে পঞ্চগড়ের মতো জায়গায় উৎকৃষ্ট মানের চা উৎপাদন ও তা দেশের বাইরে রফতানি করে কাজী অ্যান্ড কাজী টি বেশ সমাদৃত। এজন্য প্রতিষ্ঠানটিকে সাধুবাদ জানাই।’
চা প্রদর্শনীতে কাজী অ্যান্ড কাজী টি’র স্টল২০০৭ সাল থেকে পঞ্চগড়ে চা উৎপাদন করছে কাজী অ্যান্ড কাজী টি। বর্তমানে আমেরিকা, জার্মানি, চীন ও জাপানে চা রফতানি করছে স্বনামধন্য প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে লেমনগ্রাস, গ্রিন লেমনগ্রাস, গ্রিন মিন্ট, উলঙ টি, হোয়াইট টি-সহ আরও কয়েক ধরনের চা।
এছাড়া, দেশে কাজী অ্যান্ড কাজী টি বাজারজাত করছে ব্ল্যাক টি, গ্রিন টি, গ্রিন লেমনগ্রাস টি, তুলসী টি, জিনজার টি, জেসমিন টি, বেঙ্গল ব্রেকফাস্ট টি, উলঙ টি-সহ আরও বেশ কয়েক ধরনের চা।