আবাসন খাতে অশ্রেণিকৃত ঋণে ১ শতাংশ প্রভিশন রাখা যাবে

বাংলাদেশ ব্যাংকআবাসন খাতে ঋণ প্রবাহ বাড়াতে নীতিমালার সংস্কার করেছে বাংলাদেশ ব্যাংক। আবাসন খাতে অশ্রেণিকৃত ঋণের বিপরীতে এখন থেকে ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ প্রভিশন রাখা যাবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আবাসন খাতের ঋণ ভোক্তা ঋণ হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনও ব্যাংক তার মোট ঋণের ১০ শতাংশের বেশি আবাসন খাতে বিতরণ করতে পারবে না। এই খাতে অশ্রেণিকৃত ঋণের ২ শতাংশ বর্তমানে প্রভিশন রাখতে হয়। কিন্তু এই হার পরিবর্তন করে অর্ধেক করা হয়েছে। অর্থাৎ নতুন নিয়মে আবাসন খাতে অশ্রেণিকৃত ঋণের এক শতাংশ প্রভিশন রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে সুদের হার বেড়েছে। এতে ঋণের প্রবাহ কিছুটা কমে যেতে পারে। কারণ উচ্চ সুদে ঋণ নিতে চাইবেন না অনেকে। আবার নির্বাচনের বছর শুরু হয়ে গেছে। ফলে রাজনৈতিক অনিশ্চয়তায় অনেক উদ্যোক্তা নতুন করে বিনিয়োগে আসবেন না। এর প্রভাব পড়বে ব্যাংকিং খাতের সার্বিক সূচকে। ব্যাংকগুলো যদি আমানত এনে বিনিয়োগ করতে না পারে, তবে তাদের মুনাফা কমে যাবে।
এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক আবাসন খাতকে এ বছর গুরুত্ব দিতে চায়। ব্যাংকগুলো যেন আবাসনে বিনিয়োগ বাড়াতে পারে তার জন্য তার প্রভিশন সংরক্ষণ নীতিমালাটি সংস্কার করা হচ্ছে। এতে এই খাত যেমন চাঙ্গা হবে, তেমনি এই খাতের সঙ্গে সম্পৃক্ত অন্য খাতগুলো আরও গতিশীল হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন-
পেঁয়াজের কেজি এখনও ৫০ টাকা!
ঋণ-আমানত সংক্রান্ত নির্দেশনা: ২০১৯ পর্যন্ত সময় পেলো ব্যাংক