ঢাকা চেম্বারের ৬০ বছর পূর্তি

ঢাকা চেম্বারের ৬০ বছর পূর্তি অনুষ্ঠান৬০ বছর পূর্তি উদযাপন করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এ উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর গলফ ক্লাবে এক মেজবানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘১৯৫৮ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে দেশে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধির লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং সদস্যদের সার্বিক উন্নয়নে নিরন্তরভাবে কাজ করছে ডিসিসিআই। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।’

অর্থনীতিকে অচল করতে পারে— এমন কোনও কর্মসূচি না দেওয়ার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান ডিসিসিআইয়ের এই নেতা।

ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান বলেন, ‘‘ঢাকা চেম্বারের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই বছর ‘ডেস্টিনেশন বাংলাদেশ’ শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হবে। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার তথ্যাদি বিদেশি উদ্যোক্তাদের উপস্থাপন করা হবে।’’

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), বিজেএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নিযুক্ত ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, আইসিসি বাংলাদেশের সভাপতি ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, এম এ সাত্তার, আফতাব উল ইসলাম, সাইফুল ইসলাম, এম এইচ রহমান, রাশেদ মাকসুদ খান, বেনজীর আহমেদ, এম এ মোমেন, হোসেন খালেদ ও আসিফ ইব্রাহীম উপস্থিত ছিলেন।