‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কার পেলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছেবিদ্যুৎ, জ্বালানি ও খানিজসম্পদ বিভাগে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ইতিবাচক ও সুদূরপ্রসারী সৃজনশীল কাজে অবদান রাখার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কার দিয়েছে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস। গত ১৫ ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের উপদেষ্টা কমিটির সদস্য অজয় রোহিতাশ্ব আল কাজী প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে এই পুরস্কার গ্রহণ করেন। পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমন্ত্রীর হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস সাধারণত গুণগত মানসম্পন্ন উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে কার্যকর উন্নয়নে অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মান জানায়। বিশ্বের ৬৭টি দেশের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে প্রায় ১৩শ নেতা এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। ওয়ার্ল্ড এইচআরডি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও করপোরেট ক্ষেত্রগুলো নিয়ে কাজ করে এবং এসব ক্ষেত্রে উন্নয়নে অবদানের জন্য ব্যক্তি বা সংস্থাকে সম্মানিত করে।
পুরস্কার নেওয়ার সময় প্রতিমন্ত্রী বলেন, তৈরি হচ্ছে আগামীর বাংলাদেশ। সেই উন্নত বাংলাদেশের প্রয়োজনসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত এখনই নিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নত ও আধুনিক প্রযুক্তি একদিকে যেমন মানুষের সময় ও অর্থ সাশ্রয় করছে, অন্যদিকে বাংলাদেশের অবস্থানগত ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। আন্তরিকতা নিয়ে কাজ করলে সাফল্য আসবেই।
উল্লেখ্য, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর গৃহীত পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন, আইডিয়া প্রতিযোগিতা, ইন্টার্নশিপ, তরুণ উদ্যোক্তা সৃজন, তরুণদের আত্মন্নোয়ন ইত্যাদি উদ্যোগ তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। ইন্টার্নশিপের মাধ্যমে চাকরিতে ঢোকার আগে সরকারি প্রতিষ্ঠানের কাজের ধারা জেনে তরুণরা নিজেদের দ্রুত প্রস্তুত ও উপযুক্ত করে গড়তে পারছে। ফলপ্রসূ এসব কর্মকাণ্ডের জন্য ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ‘ভিশনারি লিডার অব চেঞ্জ’ পুরস্কার দিয়েছে।