স্বতন্ত্র সৃজনশীলতাই আগামীতে সারাবিশ্বে নেতৃত্ব দেবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রীবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘স্বতন্ত্র সৃজনশীলতাই আগামীতে সারাবিশ্বে নেতৃত্ব দেবে। ইনোভেটিভ চিন্তা-ভাবনা প্রসারে ও প্রাতিষ্ঠানিকীকরণে নিজেদেরই উদ্যোগী হতে হবে। বিপুল সম্ভাবনার বিশাল দুয়ার উন্মুক্ত। নিজেকে বিকশিত করার প্রচুর সুযোগ। যুগের চাহিদা অনুসারে নিজেকে শুধু তৈরি করতে হবে।’

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও অন্যরাশনিবার রাজধানীর একটি হোটেলে ‘ইয়ুথ লিডারশিপ কনক্লেভ এর ফিউচার অব এন্ট্রাপ্রেনারশিপ’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমরান করিম, সামিট গ্রুপের পরিচালক আজিজ খান ও র‌্যাংগস গ্রুপের পরিচালক সোহানা রউফ চৌধুরী বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যুগের চাহিদার সঙ্গে আধুনিক হতে হবে। তরুণ ও মেধাবীরাই আগামীর বিশ্ব গড়বে। ঝুঁকি না নিলে বড় কিছু হওয়া যায় না। কোনও ব্যবসার ভবিষ্যৎ ভালো, তা বিবেচনা ও বিশ্লেষণ করে ঝুঁকি নেওয়া যেতে পারে। যুগোপযোগী প্রযুক্তি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত, ডিজিটাল স্মৃতি, জায়গার সুষ্ঠু ব্যবহার ও ভবিষ্যতে কোথায় থাকতে চাই–এগুলো বিবেচনা করে ঝুঁকি নিলেও সাফল্য আসার সম্ভাবনা বেশি।’