করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারের

 

ঢাকা চেম্বারের প্রাক বাজেট আলোচনাআগামী ২০১৮-১৯  অর্থবছরে করমুক্ত ব্যক্তি আয়সীমা ৩ লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব করেন ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।

প্রসঙ্গত, চলতি অর্থ বছরে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বক্তি আয়ে কোনও কর দিতে হয় না।

ডিসিসিআই সভাপতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা ও মোট আয় ৫ লাখ টাকা হলে ৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেন। এছাড়া ব্যক্তিগত আয় ৭ লাখ টাকা হলে ১০ শতাংশ, ৯ লাখ টাকা হলে ১৫ শতাংশ ও ১১ লাখ টাকা হলে ২০ শতাং হারে ধার্যের প্রস্তাব করেন। নিট সম্পদের মূল্য ৫ কোটি টাকা পর্যন্ত হলে শূন্য হারে সারচার্জ আরোপের পাশাপাশি ১৫ কোট টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সারচার্জ নির্ধারণের  প্রস্তাব করেন তিনি।  

সব স্তরের করপোরেট করের হার আগামী ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে যথাক্রমে ৫, ৭ ও ১০ শতাংশ হারে কমানোর প্রস্তাব করেন ঢাকা চেম্বারের সভাপতি। তিনি কোম্পানির করযোগ্য আয়ের ৫ শতাংশ পর্যন্ত গবেষণা, উন্নয়ন ও ব্যবসায়ে এসডিজি খাতের কার্যক্রমে বিনিয়োগের ক্ষেত্রে এই আয় করমুক্ত ঘোষণা দেওয়ার প্রস্তাব করেন।