‘বেসরকারি ব্যাংকগুলো দেশের অর্থনীতি বড় জায়গায় নিয়ে এসেছে’

‘বর্তমানে ব্যবসার কারণে দেশের অনেক অগ্রগতি হচ্ছে। এই বেসরকারি ব্যাংকগুলো দেশের অর্থনীতি অনেক বড় জায়গায় নিয়ে এসেছে। তারপরও ব্যাংকিং খাতকে আরও এগিয়ে নিতে সরকারি ফান্ড যদি বেসরকারি ব্যাংকে আসে তাহলে তারল্য সমস্যা থাকবে না।’ বৃহস্পতিবার বিকালে (৫ এপ্রিল) ‘সবল অর্থনীতি, দুর্বল ব্যাংক’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক সালাম মুর্শেদী এসব কথা বলেন।

প্রিমিয়ার ব্যাংকের পরিচালক সালাম মুর্শেদীসালাম মুর্শেদী বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন আনতে হবে। আজ থেকে ২০/২৫ বছর আগে গেলে দেখা যায়, আমরা সবাই চাকরিজীবী বা কৃষিজীবীর সন্তান। ব্যবসা করার প্রবণতা হছ্ছে এখন। কোনও ব্যাংকের টাকা যদি সামান্য এদিক-ওদিক হয়, তাহলে সেটাকে এমনভাবে বলা হয় মনে হয় গোটা ব্যাংকিং খাতটিই হয়তো শেষ হয়ে গেছে। এই ধরনের প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।’ 

আরও পড়ুন: ব্যাংকিং খাতের অর্থনীতিতে দুর্বলতা রয়েছে: খন্দকার গোলাম মোয়াজ্জেম

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারোয়ার, সিপিডি’র অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।