ঢাকায় শুরু আন্তর্জাতিক ‘এডুকেশন এক্সপো’

ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রিমিয়ার ব্যাংক আন্তর্জাতিক এডুকেশন এক্সপো-২০১৮। রবিবার সকাল থেকে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

এডুকেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীমেলার উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাকড-ক্যাব) সভাপতি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বরেণ্য শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, উচ্চশিক্ষা নিতে বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের মতো এখন এশিয়ার বেশ কয়েকটি দেশও প্রায় একই ধরনের শিক্ষা দিচ্ছে।

এডুকেশন এক্সপো’তে প্রবেশ ফি ফ্রি। তাছাড়া বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, সার্ভিসের ওপর বিশেষ ছাড়, ফাইল ওপেনিংসহ নানা উপহার। এ ছাড়াও রয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ভর্তির সুযোগসহ অনেক কিছু।