দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ভবনে শনিবার পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রথম প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন নসরুল হামিদসাবলীলভাবে দ্রুত সেবা দিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে আরও বেশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের কাজে লাগানো যায় তা নিয়ে গবেষণা এখন সময়ের দাবি। দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মী ছাড়া কোনও প্রতিষ্ঠানই উন্নতি করতে পারে না। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।’

প্রতিমন্ত্রী আজ শনিবার (৫ মে) ঢাকায় বিদ্যুৎ ভবনে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিপিএমআই) প্রথম প্রশিক্ষণ কর্মসূচি ‘প্রজেক্ট ফরমুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং ও ইভালুয়েশন’ শীষর্ক অনুষ্ঠানের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রি বলেন, ‘বর্তমানে দেশে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তাতে লোডশেডিং হওয়ার কথা নয়। কিন্তু আমাদের সঞ্চালন ব্যবস্থা আধুনিক ও প্রযুক্তিনির্ভর না হওয়ায় এখন একটু বৃষ্টি হলেই লোডশেডিং হচ্ছে।আকাশে মেঘ হলেই বিদ্যুৎ কর্মকর্তাদের চোখ ঘোলা হয়ে আসে। তিনি ভবিষ্যৎ উন্নত বাংলাদেশের জন্য পরিকল্পিতভাবে স্বয়ংক্রিয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা উন্নয়নে কর্মকাণ্ড গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আইআইটি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি), এআইটি (এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি) বা এমআইটির (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) মতো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গঠন করা হয়েছে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে ২৫ একর জমি নিয়ে সম্পূর্ণ আবাসিক এ প্রতিষ্ঠান গড়া হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের আওতাধীন দফতর-অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা যাতে খোলা মন নিয়ে জনকল্যাণের চিন্তা-ভাবনা করতে পারে, সেভাবেই তাদের গড়ার উদ্যোগ অব্যাহত রয়েছে।’

বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউসেরর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এর রেক্টর ও অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন বক্তব্য রাখেন।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, দেশে বর্তমানে ১৬ হাজার ৪৫৬ মেগাওয়াট ক্ষমতার ১১২টি বিদ্যুৎকেন্দ্র আছে। ১০ হাজার ৬৮০ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন এবং ৪ দশমিক ৪০ লাখ কিলোমিটার বিতরণ লাইন আছে। এই বিশাল বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনার জন্য বিদ্যুৎখাতে বর্তমানে প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন। তাদের প্রশিক্ষণ দেওয়া, কাজের ক্ষেত্রে আরও দক্ষ করে তোলার জন্য বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) গঠন করা হয়। প্রশিক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানটি বিদ্যুৎখাতের বিভিন্ন পরামর্শক ও উপদেষ্টা সেবাও দেবে। বিদ্যুৎ বিভাগসহ সরকারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে একটি বুদ্ধিভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। যা সরকারকে বিদ্যুৎবিষয়ক ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে।