এলএনজি আমদানিতে বাংলাদেশ-ওমান চুক্তি স্বাক্ষর আজ

এলএনজিপ্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) আমদানি করতে বাংলাদেশ ও ওমানের মধ্যে আজ রবিবার (৬ মে) ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর হবে।
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পেট্রোবাংলা এবং ওমানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে। দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ থেকে প্রাকৃতিক তরল গ্যাস আমদানি করার সরকারির নীতির আলোকে এ চুক্তি করা হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মীর মোহাম্মদ আসলাম উদ্দিন শনিবার বাসসকে বলেন, ‘পেট্রোবাংলা ভবনে রবিবার আনুষ্ঠানিকভাবে  এলএনজি আমদানির এই চুক্তিটি স্বাক্ষর হবে ।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে, সরকার দেশের জ্বালানি চাহিদা মেটাতে কাতার থেকে ৫০০’এমএমসিএফডি প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) আমদানি করছে। এর আগে সরকার প্রতিবছর ১ দশমিক ৮ মিলিয়ন টন এলএনজি আমদানির লক্ষ্যে কাতারের রাসগ্যাস-এর সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে।

সূত্র: বাসস