বিদ্যুতের মূল্য পর্যায়ক্রমে বাড়ানো হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)

২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার চার লাখ ৬০ হাজার কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘বিদ্যুতের মূল্য পর্যায়ক্রমে বাড়ানো হবে। তবে এ বৃদ্ধি সহনীয় রাখার চেষ্টা করা হবে।’

মঙ্গলবার (৮ মে) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এক হোটেলে আয়োজিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, ‘করপোরেট ট্যাক্স-রেট কমানো হবে। এ ছাড়া, বেসরকারি পেনসন ব্যবস্থার একটা রূপরেখা থাকবে।’