ট্যারিফ কমিশন সংশোধন আইন ফেরত

মন্ত্রিপরিষদ সভা (ছবি- ফোকাস বাংলা)বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য তা ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) আইন ২০১৮-এর খসড়াটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে আইনটি আরও সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করেছে মন্ত্রিসভা।

এছাড়াও অর্থ সচিব মুসলিম চৌধুরী, বাণিজ্য সচিব সুভাশিষ বসু, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, শিল্প সচিব এম আব্দুল্লাহ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। ট্যারিফ কমিশন চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদ এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।