ডিএসইতে প্রধান সূচক ৫১, সিএসইতে বেড়েছে ৮৬ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৫১ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৮৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৭ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৪২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৮২ কোটি ৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ১২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১  দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে এক হাজার ২৪৫ পয়েন্টে এবং ১৩ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৯৩ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১০৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড,মনো সিরামিক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, ব্রাক ব্যাংক এবং গ্রামীণফোন ।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৭ কোটি ৯১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে  কোটি ৫১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৬ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৬২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০  দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস, অ্যাডভান্ট ফার্মা, শাশা ডেনিম এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।