গ্যাসের সঞ্চালন চার্জ বাড়ানোর প্রস্তাব বিইআরসি মূল্যায়ন কমিটির

গ্যাসের দাম বাড়ানোর শুনানিগ্যাসের ইউনিট প্রতি সঞ্চালন চার্জ ০.৩৮৮১ টাকা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সোমবার (১১ জুন) মূল্য সমন্বয় প্রস্তাবের ওপর শুনানিতে এই সুপারিশ করে কমিশনের মূল্যায়ন কমিটি। কাওরান বাজারে টিসিবি অডিটরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।

গ্যাসের দাম বাড়ানোর শুনানির প্রথম দিন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সঞ্চালন ব্যয় বাড়ানোর ওপর শুনানি করে। শুনানিতে জিটিসিএল সঞ্চালন চার্জ ০.৫৫৫৯ টাকা ইউনিট প্রতি বাড়ানোর প্রস্তাব করেছে। এটি তাদের সংশোধিত প্রস্তাব। এর আগে তারা ০.৪৪৭৬ টাকা বাড়ানোর প্রস্তাব করেছিল। বর্তমানে প্রতি ঘনমিটারে জিটিসিএলের সঞ্চালন চার্জ রয়েছে ০.২৫৪ টাকা।

শুনানিতে কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশন (ক্যাব) এর জ্বালানি উপদেষ্টা শামসুল আলম, বুয়েটের অধ্যাপক নুরুল ইসলাম, ঢাবির অধ্যাপক বদরুল ইমাম বক্তব্য রাখুন।

আরও পড়ুন- বিল না দিলে বিদ্যুতের লাইন কেটে দেওয়ার নির্দেশ