ডিএসইতে প্রধান সূচক ৩৮, সিএসইতে বেড়েছে ৬৫ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৮  দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৬৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৮৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৮ পয়েন্টে এবং ৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৫৮ পয়েন্টে। 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৮৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড,মনো সিরামিক, ফার্মা বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিংস অ্যান্ড মেডিক্যাল ডিভাইস,আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিগ্যাসি ফুট এবং ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

সিএসইসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৩ কোটি ৩৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৫১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৮০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫০৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২২  দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-স্কয়ার ফার্মা ,  বেক্সিমকো , খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, জেএমআই সিরিংস অ্যান্ড মেডিক্যাল ডিভাইস, ইনভেস্টমেন্ট কর্প অব বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণফোন, শাশা ডেনিম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড এবং লংকা-বাংলা ফাইন্যান্স।