দুয়ারে বিশ্বকাপ ও ঈদ: বেড়েছে টিভির চাহিদা

TV Pic 2বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে ১৪ জুন। এর পরপরই মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তাই বেড়েছে ওয়ালটনের এলইডি ও স্মার্ট টেলিভিশন বিক্রি। এজন্য মডেলভেদে ৫ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে ওয়ালটন। এছাড়া ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় চলছে দুই হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক, রয়েছে বিনামূল্যে ফ্রিজ-টিভি-এসি পাওয়া এবং আমেরিকা ও রাশিয়া ভ্রমণের সুযোগ।

বিক্রয়কর্মীরা জানান, ফুটবল বিশ্বকাপ ও ঈদকে সামনে রেখে টেলিভিশন বিক্রি বেড়েছে। বাজারে ওয়ালটন ছেড়েছে সাশ্রয়ী মূল্যের শতাধিক বৈচিত্র্যময় মডেলের এলইডি, ফুল এইচডি, এইচডি, ফোর-কে ও স্মার্ট টেলিভিশন। এগুলোর ডিজাইন ও কালারে রয়েছে বৈচিত্র্য। ওয়ালটন টেলিভিশনে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, দুই বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি ও পাঁচ বছরের ফ্রি সার্ভিসের সুবিধা।

ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, বড় পর্দায় খেলা দেখার সুবিধা দিতে ওয়ালটনের ৪৯ ও ৫৫ ইঞ্চি টিভির দাম কমিয়ে আনা হয়েছে যথাক্রমে ৫৪ হাজার ৯০০ ও ৬৪ হাজার ৯০০ টাকায়। এছাড়া ৩৯ হাজার ৯০০ টাকায় ৪৩ ইঞ্চি ও ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এলইডি টিভি বিক্রি করছে ওয়ালটন।

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্থানীয় বাজারে স্মার্ট টিভি গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে ওয়ালটন। স্মার্ট টিভির লেটেস্ট অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ৭’ যুক্ত ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি যথাক্রমে ২৫ হাজার ৯৯০ টাকা, ৩৯ হাজার ৯০০ টাকা ও ৪৪ হাজার ৯০০ টাকায় দিচ্ছে ওয়ালটন। ই-শেয়ার অ্যাপ ব্যবহার করে গ্রাহক স্মার্টফোনেই পরিচালনা করতে পারবেন ওয়ালটনের এসব টিভি। তাছাড়া মোবাইল থেকে টিভিতে ইমেজ, ভিডিও ও গেমস মিররিং করার সুবিধা থাকছেই।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, রোজার ঈদ ও ফুটবল বিশ্বকাপকে ঘিরে মে ও জুনে প্রায় দেড় লাখ টিভি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা। ইতোমধ্যে গত মাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিভি বিক্রি হয়েছে। এ মাসে বিক্রি আরও বেড়েছে। তিনি জানালেন— দেশেই তৈরি ওয়ালটন টিভি এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশেও রফতানি হচ্ছে।