ডিসেম্বরের মধ্যে কারখানার সংস্কার শেষ না হলে জানুয়ারিতে বন্ধ

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু (ফাইল ছবি)

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন জাতীয় উদ্যোগের আওতায় অ্যাসেসমেন্ট করা গার্মেন্টস কারখানার সংস্কার ও স্থানান্তর কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের মধ্যে যেসব কারখানা এ কাজ সম্পন্ন করবে না সেসব কারখানা জানুয়ারিতে বন্ধ করে দেবে সরকার।
বৃহস্পতিবার (২১ জুন) বিজিএমইএ ভবনে এ্যাপারেল ক্লাব সম্মেলন কক্ষে জাতীয় উদ্যোগের আওতায় গার্মেন্টস কারখানা সংস্কারের বিষয়ে কারখানা মালিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। 
মতবিনিময় সভায় জানানো হয়, জাতীয় উদ্যোগের আওতায় বর্তমানে কারখানার সংখ্যা ১ হাজার ৫৪৯টি। এর মধ্যে বর্তমানে ৭৫৫ টি  কারখানা এ উদ্যোগের আওতায় সক্রিয় রয়েছে। এ কারখানাগুলোর মধ্যে ৩২ শতাংশেরও কম সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৬৫টি কারখানা সংস্কার কাজ শুরুই করেনি এবং ৭৫৩টি কারখানা বন্ধ রয়েছে। এ পর্যন্ত শতভাগ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৭টি কারখানার। 
সভায় অংশগ্রহণকারী সবাই আশা করেন, জাতীয় উদ্যোগের আওতাধীন সব কারখানা সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার ও স্থানান্তর কাজ শেষ করতে পারবে। ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনা পরবর্তী সময়ে জাতীয় ত্রিপক্ষীয় কর্ম-পরিকল্পনার অংশ হিসেবে এ্যাকর্ড, এলায়েন্স এবং জাতীয় উদ্যোগের আওতায় মোট ৩ হাজার ৭৮০টি গার্মেন্টস কারখানার প্রাথমিক অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে।
কারখানার সংস্কারে সরকারের এ সিদ্ধান্ত আগামী ২৫ ও ২৬ জুন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট ৪র্থ সভায় তুলে ধরা হবে। 
মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, বিজিএমই, বিকেএমই পরিচালকরাসহ শতাধিক গামের্ন্টস মালিক এবং তাদের প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন।