নভোএয়ারের বহরে যুক্ত হলো ষষ্ঠ উড়োজাহাজ

এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজের সামনে নভোএয়ারের কর্মকর্তারা (ছবি: সংগৃহীত)বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের বহরে যুক্ত হলো ৬৮ আসনের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ। রবিবার (৮ জুলাই) দুপুর সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এটি। এ সময় ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান. উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ পরিচালক।

এ নিয়ে নভোএয়ারের বহরে বিমানের সংখ্যা ৬-এ উন্নীত হলো। এয়ারলাইন্সটি জানায়, নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার বরিশালে ফ্লাইট চালুসহ অন্যান্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা করেছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৬টি, কক্সবাজারে ৪টি, যশোরে ৩টি, সিলেটে ১টি, সৈয়দপুরে ৪টি, রাজশাহীতে ১টি ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৩ সালের জানুয়ারিতে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার।