জ্বালানির কার্যকর ব্যবহারে সফল গ্রাহকদের স্বীকৃতি দিলো সিটি ব্যাংক

সিটি ব্যাংকের স্বীকৃতি পাওয়া গ্রাহকরা (ছবি: সংগৃহীত)ব্যবসায়িক কার্যক্রমে জ্বালানির কার্যকর ব্যবহারে সফলতা অর্জন করা ১৬ জন গ্রাহকের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানালো সিটি ব্যাংক। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে হয়ে গেলো ‘গ্রিন চ্যাম্পিয়ন রিকগনিশন সিরিমনি’ শীর্ষক অনুষ্ঠান। এ আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ ফান্ড (জিসিপিএফ)।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন, ‘সিটি ব্যাংক পরিবেশবান্ধব ঋণ দেওয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও আমরা গ্রাহকদের সবুজ উদ্যোগকে উৎসাহিত করে যাবো।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিসিপিএফ প্রধান এনটোয়েন প্রেদোর। এ সময় ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রথীন কুমার পাল, সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, জিসিপিএফের জ্বালানি বিশেষজ্ঞ সতীশ ধনপাল, বাংলাদেশ ব্যাংক ও সিটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং বস্ত্র ও তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।