অর্থবছরের প্রথম মাসে রেমিট্যান্স এসেছে ১৩১ কোটি ৭০ লাখ ডলার

রেমিট্যান্স

২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ১৩১ কোটি ৭০ লাখ (১.৩১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই অংক গত বছরের একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই মাসে ১১১ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১০০ কোটি ৫৫ লাখ ডলার। গত অর্থবছরের শেষ মাস জুনে ১৩৮ কোটি ১৫ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা চলতি অগাস্ট মাসে আরও বেশি রেমিট্যান্স পাঠাবেন বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

প্রসঙ্গত, দেশের রেমিট্যান্সের অর্ধেকের বেশি আসে মধ্যপ্রাচ্যের ছয় দেশ–  সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন থেকে। বর্তমানে এককোটির বেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। রেমিট্যান্স বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও রয়েছে সন্তোষজনক অবস্থায়। বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভে ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার।