ঈদে মসলা পেঁয়াজের দাম বাড়বে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালপরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কোরবানি ঈদে মসলা পেঁয়াজসহ কোনও জিনিসপত্রের দাম বাড়বে না। মূল্যস্ফীতি সার্বিকভাবেই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যেসব পণ্য আমদানি করি সেসব পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়েনি। ফলে মূল্যস্ফীতি কমেছে।
মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান। তিনি বলেন, গত জুলাই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ, যা জুন মাসে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিক মূল্যস্ফীতি কমার কারণ খাদ্যবহির্ভূত খাতের প্রভাব। এই মাসে খাদ্যবর্হিভূত খাতে কমে এসেছে মূল্যস্ফীতির হার। তবে জুলাইয়ে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার। এই মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৮ শতাংশে, যা আগের মাস জুনে ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ। এক্ষেত্রে শহরাঞ্চল ও গ্রামীণ উভয়ক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে।
বিবিএসের রিপোর্টে বলা হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার কমেছে। তবে জুলাইয়ে খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে। জুলাইয়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে ৪ দশমিক ৪৯ শতাংশ হলেও জুনে তা ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।