এবার রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার

তোফায়েল আহমেদ২০১৮-১৯ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে পণ্য রফতানি খাতে ৩৯ বিলিয়ন এবং সেবা খাতে রফতানি পাঁচ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া, এই অর্থবছরে রফতানি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৪৭ শতাংশ।
বুধবার (৮ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় বাণিজ্য সচিব শুভাশিষ বসুও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তৈরি পোশাক খাতে লক্ষ্যমাত্রা ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এই খাতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরে মোট রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৪০ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির এই ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে বাংলাদেশের মোট রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’