জনসংখ্যার তুলনায় দেশে ব্যাংকের শাখা কম: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতজনসংখ্যার তুলনায় বাংলাদেশে ব্যাংকের শাখা কম বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে ১০ হাজার ব্যাংক শাখা যথেষ্ট নয়, এর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়ানো দরকার।’

বৃহস্পতিবার (৯ আগস্ট) ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করেছে বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুওর ইন বাংলাদেশ ও ডিএফআইডি।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সরকার ২০০৯ সাল থেকে আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে। অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য চেষ্টা করা হয়েছে। এজন্য ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে।’