২০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদিআরব



সৌদিআরবের দূতাবাসের কর্মকর্তারা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে উপহারের খেজুর হস্তান্তর করেনবাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি সরকার। বাংলাদেশে সৌদি আরবের ডেপুটি কনসুলার সায়িদ আল গাহতানি রবিবার (১২ আগস্ট) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব শাহ্ কামালের সাথে সাক্ষাৎ করে এ খেজুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন।
সাধারণত প্রতিবছর রোজার আগে বাংলাদেশকে উপহার হিসেবে খেজুর দেয় সৌদি সরকার। এ বছর সৌদি সরকারের অভ্যন্তরীণ কারণে সব মুসলিম দেশেই খেজুর পাঠাতে বিলম্ব হয়েছে বলে সৌদি দূতাবাসের কর্মকর্তারা জানান। বাংলাদেশের মানুষ সাধারণত রোজায় ইফতারের সময় খেজুরের ব্যবহার করে উল্লেখ করে রোজার আগেই এ উপহার দেওয়ার অনুরোধ করেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল। ভবিষ্যতে রোজার আগেই খেজুর পাঠাতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা।
উপহারের  খেজুর দুঃস্থ ও গরিবদের জন্য উপজেলা পর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ।