টিভি কিনে নতুন গাড়ি পেলেন চুয়াডাঙ্গার চা দোকানি

বাবলু হোসেনের হাতে নতুন গাড়ির চাবি তুলে দিচ্ছেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারাকিস্তিতে ওয়ালটন টেলিভিশন কিনে নতুন গাড়ি পেলেন চুয়াডাঙ্গার চা দোকানি মো. বাবলু হোসেন। তাই তার ঘরে এখন চাঁদের হাট। গত ২০ সেপ্টেম্বর তার হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম ও মো. হুমায়ুন কবীর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

চুয়াডাঙ্গা সদর উপজেলার গবর গাড়া গ্রামের বাসিন্দা বাবলু। গত ১৭ সেপ্টেম্বর বাদুরতলার গোল্ডস্টার ইলেক্ট্রনিক্স থেকে ১৪ হাজার টাকা মূল্যের একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি ৫ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কেনেন তিনি। এরপর মোবাইল ফোনের মাধ্যমে নিবন্ধনের পরপরই নতুন গাড়ি জেতার মেসেজ আসে তার কাছে।

বাবলু হোসেন জানান— মা, স্ত্রী, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে তার সংসার। অন্যের জমিতে কাজ করে সংসার চলছিল না। ধার-দেনা করে দুবাই গিয়েছিলেন। দুই বছর সেখানে থেকেও ভাগ্যের পরিবর্তন হয়নি। অসুস্থ শরীর নিয়ে গত মাসে দেশে ফিরে ছোট্ট একটা চায়ের দোকান দেন। দোকানে ক্রেতা আকৃষ্ট করতে একটি টিভির প্রয়োজন হয়।

ভাতিজা মোহসিন আলীর কাছে বাবলু শুনেছেন, ওয়ালটন পণ্য খুবই ভালো। দামও সাধ্যের মধ্যে। কিস্তিতে কেনা যায়। চাচা-ভাতিজা মিলে ওয়ালটন শোরুমে যায়। ২৪ ইঞ্চির একটি এলইডি টিভি পছন্দ হয় তাদের। কিন্তু সঙ্গে কোনও টাকা না থাকায় তখনকার মতো চলে যান। পরে ৫ হাজার টাকা নিয়ে কিস্তিতে টিভিটি কেনেন বাবলু। এই টিভি কিনেই ‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের সিজন ৩’-এর অংশ হিসেবে নতুন গাড়ি পান তিনি।

নতুন গাড়ি নেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাবলু। তিনি বলেন, ‘ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে গিয়েছিলাম। কিন্তু সেখান থেকে খালি হাতেই ফিরতে হয়েছে। আসলে আমার সৌভাগ্য লেখা ছিল দেশেই। দেশেরই একটি কোম্পানির টিভি কিনে ভাগ্যের পরিবর্তন হয়েছে।’

অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এ বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চালানো ডিজিটাল ক্যাম্পেইনের প্রথম আসরের আওতায় ওয়ালটন পণ্য কিনে আমেরিকা ও রাশিয়া ভ্রমণের ফ্রি বিমান টিকিট পেয়েছিলেন শরীয়তপুরে জাজিরার কবিরাজ কান্দি গ্রামের বাসিন্দা ও পরিবার পরিকল্পনা প্রকল্পের মাঠকর্মী তানজিন সুলতানা নিপু, গাজীপুর কোনাবাড়ীর বাবুল, দিনাজপুরে পার্বতীপুরের মাহমুদুল হাসান, গাইবান্ধায় বসবাসরত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম।

গত ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডিজিটাল ক্যাম্পেইনের দ্বিতীয় আসরে নতুন গাড়ি পেয়েছিলেন পাঁচজন। তারা হলেন ঢাকার পুলিশ কনস্টেবল আরাধন চন্দ্র সাহা, চট্টগ্রাম চান্দগাঁওয়ের গৃহিণী সীমা শীল, একই জেলার রাঙ্গুনিয়ার কাপড়ের দোকানি টিশু দাশ, রংপুর জেলার পীরগঞ্জের কৃষক টিটু মিয়া ও নরসিংদীর কৃষক আবু তাহের। এছাড়া হাজার হাজার ক্রেতা মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ওয়ালটন পণ্য ফ্রি পেয়েছেন।

দেশের যেকোনও ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি কিংবা এয়ার কন্ডিশনার কিনে নিবন্ধন করলেই ক্রেতারা পাচ্ছেন নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রি পণ্য অথবা নিশ্চিত ক্যাশব্যাক।