এসবিএসি ব্যাংকের লোগো পরিবর্তন



এসবিএসি ব্যাংকসাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) লিমিটেড নতুন লোগো উন্মোচন করেছে। শনিবার(১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান এসএম আমাজাদ হোসেন।
এ সময় এসএম আমাজাদ হোসেন বলেন, ‘আমরা সেবার মাধ্যমেই একটা বন্ধন তৈরি করতে চাই। আমাদের নতুন লোগোতে এমনই একটা ইঙ্গিত রয়েছে। যা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও অটুট করবে। তাই আমরা চেয়েছি সেবায় নতুনত্ব আনতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তিনির্ভর সেবা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে। ’
শুধু লোগো পরিবর্তন মুখ্য নয় সেবার মান বৃদ্ধির গুরুত্বারোপ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক বলেন, ‘‘শুধু লোগো পরিবর্তন নয়, বরং আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিংয়ের সেবা বাড়ানোই আমাদের লক্ষ্য। আমাদের নতুন লোগোর মূল বার্তা হচ্ছে ‘বন্ধন’। আমরা মনে করেছি গ্রাহকদের সঙ্গে আমাদের বন্ধন স্থায়ী করা দরকার।’’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লা প্রমুখ।