বিএনপি বুঝতে পেরেছে ২০১৪ সালে তাদের ভুল হয়েছিল: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (ফাইল ছবি)বিএনপি ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিএনপি বুঝতে পেরেছে ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে পুলিশ, নির্বাচনে কর্মরত কর্মকর্তা হত্যা, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, সাধারণ মানুষ হত্যা করে নির্বাচন ঠেকানোর চেষ্টা তাদের ভুল ছিল।’  বৃহস্পতিবার  (১৫ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বাংলাদেশ আন্তর্জাতিক গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলস, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মেশিনারি, ডাইস, পিগমেন্টস ও কেমিক্যাল, ইয়ান ও ফেব্রিকস’-এর ওপর ৪টি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গতকাল (১৪ নভেম্বর) বিএনপি অফিসের সামনে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।  তাদের এ কাজ কেউ প্রত্যাশা করেনি। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।’ তিনি বলেন, ‘আমরা এখন মন্ত্রণালয়ের শুধু রুটিন মাফিক কাজগুলো করছি। নির্বাহী ক্ষমতা প্রয়োগের মতো কোনও কাজ করছি না। দেশের রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর তারিখে পুনঃনির্ধারণ করেছে। নির্বাচন আর পেছানো ঠিক হবে না।’ দেশে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবকিছুই সঠিক পথে এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের তৈরি পোশাক শিল্প খাত দ্রুত এগিয়ে যাচ্ছে।  এখন একের পর এক দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠছে। ইতোমধ্যে ৭৫টি ফ্যাকটরিকে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট দেওয়া হয়েছে। আরও ২৮০টি ফ্যাক্টরি গ্রিন সার্টিফিকেটের জন্য আবেদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল বিশ্বের ১০টি তৈরি পোশাক ফ্যাক্টরিকে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট  দিয়েছে। এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ৭টি বাংলাদেশের তৈরি পোশাক কারখানা। এ শিল্পে দেশের প্রায় ৪০ লাখ মানুষ কাজ করছে।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রিসের অনারারি কনসুল জেনারেল ও  বিজিএমই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেএমই-এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনসুর আহমেদ, বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইনডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুহা. আইয়ুব, ওয়েল গ্রুপের চেয়ারম্যান সৈয়দ নূরুল ইসলাম প্রমুখ।