চালু হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড বিষয়ে মাস্টার্স কোর্স





bftiবাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর মাস্টার্স কোর্স চালু করবে।
রবিবার (১৮ নভেম্বর) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বিএফটিআইয়ের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে বিএফটিআইয়ের বোর্ড চেয়ারম্যানও।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। আধুনিক বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ, সেমিনার, মতবিনিময় সভা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে বিএফটিআই।
বিএফটিআইয়ের সভায় বিগত বছরের কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসার উপস্থাপন করা হয়। গত এক বছরে বিএফটিআই আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ৮টি প্রশিক্ষণ, ৯টি সেমিনার ও মতবিনিময় সভা এবং ২টি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে।
বোর্ড সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, শিল্প সচিব মো. আব্দুল হালিম, আইসিসিবির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআইয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমই’র প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, এমসিসিআইয়ের প্রেসিডেন্ট নিহাদ কবীর উপস্থিত ছিলেন।