চলতি বছর ৮২৪ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শেভরন বাংলাদেশ

অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনাচলতি বছর বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসফিল্ডের আশপাশের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮২৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শেভরন বাংলাদেশ। এছাড়া আরও ২১ জন শিক্ষার্থীর মধ্যে বিশেষ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহুজাতিক এ প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক শিক্ষাবৃত্তি বিতরণের কর্মসূচির অংশ হিসেবে বিবিয়ানা গ্যাসফিল্ড প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেভরন জানায়, ২০০৫ সাল থেকে তারা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গ্যাসফিল্ড এলাকার জনগণের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করে আসছে। শিক্ষাবৃত্তি বিতরণ ছাড়াও শেভরনের মানসম্মত শিক্ষা সহায়তা কার্যক্রমের লক্ষ্য হচ্ছে- শেভরনের তিনটি গ্যাসফিল্ডের আশপাশের এলাকায় অবস্থিত স্কুলগুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন করা। বার্ষিক শিক্ষাবৃত্তি বিতরণ ছাড়াও অন্য যেসব সহায়তা দেওয়া হয়ে থাকে তার মধ্যে হচ্ছে শিক্ষক সংকট নিরসনে অতিরিক্ত শিক্ষাদান কর্মসূচি, কম্পিউটার ল্যাব স্থাপন, কোচিং সহায়তা এবং বাছাই করা স্কুলকে তহবিল দেওয়া, স্কুল ইউনির্ফম, খেলাধুলার সামগ্রী, আসবাবপত্র এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন সুবিধার ব্যবস্থা করা।