কাস্টমস কর্মকর্তাদের মানববন্ধন

কাস্টমস কর্মকর্তাদের মানববন্ধনতামাবিল বন্দরে কাস্টমস কর্মকর্তাদের ওপর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন ঢাকাসহ দেশের বিভিন্ন বন্দরের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। একই সময়ে সারাদেশে কাস্টমস কর্মকর্তারা এই কর্মসূচি পালন করেন।
এদিকে বিজিবি সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার দাবিতে রবিবার এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে দেখা করেছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের একটি প্রতিনিধি দল। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে সিলেটের তামাবিল স্থলবন্দরের যাত্রীর ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা কাস্টমস কর্মকর্তাদের মারধর করেন। এতে ডেপুটি কমিশনারসহ ৬ জন কর্মকর্তা আহত হন। তার মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন ও মোস্তাফিজ নামে ২ কর্মকর্তা গুরুতর আহত হন।
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের দাবি, হামলার সঙ্গে সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের জবাবদিহিতার আওতায় আনা হোক। তা না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।