কাস্টমস কর্মকর্তাদের মারধর করার প্রতিকার চান এনবিআর চেয়ারম্যান

মোশাররফ হোসেন ভূঁইয়া (ছবি- সংগৃহীত)সিলেটের তামাবিল কাস্টমস কর্মকর্তাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মারধর করার ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার (১০ ডিসেম্বর) সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ের সামনে ভ্যাট সপ্তাহ উদ্বোধনকালে তিনি এ নিন্দা জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সিলেটের তামাবিল শুল্ক স্টেশনে আমাদের কাস্টমস কর্মকর্তাদের বিজিবি’র সদস্যরা মারধর করেছে। তাদের রক্তাক্ত করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটির অবশ্যই আমরা প্রতিকার চাই।’
অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো। তার কাছে বিজিবির সদস্যদের বিচার চেয়ে লিখবো।’ কর্মকর্তাদের ধৈর্য ধরার নির্দেশ দিয়ে তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই সরকারকে কোনোভাবেই বিব্রত করা ঠিক হবে না। ভবিষ্যতে আর যেন এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কর্তৃপক্ষকে লক্ষ্য রাখতে হবে।