১৮ হলেই শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাবকে সঞ্চয়ীতে রূপান্তর



149387280617যে শিক্ষার্থীদের বয়স ১৮ বছর পার হয়েছে তাদের নামের স্কুল ব্যাংকিং হিসাবকে (অ্যাকাউন্ট) সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তর করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্কুল ব্যাংকিং হিসাবধারী যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বছর পার হয়েছে, তাদের স্কুল ব্যাংকিং হিসাব সম্মতিক্রমে অতিসত্বর সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তর করতে হবে। একইসঙ্গে স্কুল শিক্ষার্থীদের হিসাবের অগ্রগতির তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে।
বর্তমানে ১৬ লাখ ৯ হাজার ৯৬১ জন শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং হিসাবে এক হাজার ৪২৮ কোটি টাকা জমা রয়েছে ব্যাংকে।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান ২০১০ সালে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রমের উদ্যোগ নেন।