বাণিজ্য মেলায় ডাক বিভাগের ‘নগদ’

বাণিজ্য মেলায় ‘নগদ’ এর প্যাভিলিয়নএবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের (বিপিও) ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ডাক বিভাগ দেশের মানুষকে ডিজিটাল আর্থিক সেবা দিতেই ‘নগদ’ নিয়ে কাজ করছে।
শতবর্ষী ও ঐতিহ্যবাহী ডাক বিভাগের আদলে সাজানো হয়েছে দেশের প্রথম সরকারি আর্থিক সেবা ‘নগদ’ এর পুরো প্যাভিলিয়ন। মূল ফটক দিয়ে মেলায় ঢোকার পর বড় টাওয়ার হয়ে একটু বাম দিকে গেলেই ‘নগদ’ এর প্যাভিলিয়ন চোখে পড়বে। প্যাভিলিয়নটির সাজসজ্জায় তুলে ধরা হয়েছে প্রাচীন ডাক বিভাগের ঐতিহ্য।
পোস্ট বক্স ও ডাক হরকরার অবয়ব বলে দেয় দেশের পুরোনো ডাক বিভাগ সম্পর্কে। তবে ভেতরে ঢুকলেই পাওয়া যাবে ‘নগদ’ এর আধুনিক সেবা। নতুন এই সেবা নিতে ‘নগদ’ এর প্যাভিলিয়নে তরুণ-তরুণীদের বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।