‘পুরান ঢাকার ঠিকানা ব্যবহার করে কেমিক্যাল আমদানি বন্ধ করা সম্ভব’



মো. মোশাররফ হোসেন ভূঁইয়া (ছবি: সংগৃহীত)

সরকার চাইলে পুরান ঢাকার ঠিকানা ব্যবহার করে কেমিক্যাল আমদানি বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের কনফারেন্স কক্ষে সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ভ্যাট দাতা ১০ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কেমিক্যাল ব্যবসায়ীদের জন্য বিসিকের মাধ্যমে মুন্সিগঞ্জে জমি প্রস্তুত করেছিলাম। যদিও জমি প্রসেস হতে কিছুটা দেরি হয়েছে।’ তিনি বলেন, ‘এখন সরকারিভাবে ঘোষণা করতে হবে, পুরান ঢাকার ঠিকানায় কোনও কেমিক্যাল আমদানি নয়। একইভাবে ব্যাংকের মাধ্যমে তাদের এলসি খোলা বন্ধ করতে হবে। তাহলে ব্যবসায়ীরা নিজেরাই সেখান থেকে চলে যেতে বাধ্য হবেন। প্রাণহানি ঘটার সম্ভাবনাও থাকবে না।’