মিনিটে যুক্তরাজ্য থেকে টাকা পাঠানো যাবে ‘স্মার্টরেমিটে’

সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর অ্যাপ স্মার্টরেমিট

‘স্মার্টরেমিট’ নামের নতুন একটি অ্যাপ উন্মুক্ত করেছে সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠান সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস। সংশ্লিষ্টদের দাবি, এ অ্যাপের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা এক মিনিটের মধ্যে দেশে টাকা পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস কর্তৃপক্ষ।

সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজমুল এইচ আজাদ মিশু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১১ সালে যাত্রার শুরু থেকে লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠান (সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস) উদ্ভাবনী সেবার ওপর জোর দিয়ে আসছে; এরই অংশ হিসেবে ‘স্মার্টরেমিট’ অ্যাপ আনা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা দেশে সাউথইস্ট ব্যাংকের যেকোনও ব্রাঞ্চে প্রিয়জনদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ,  এ অ্যাপের মাধ্যমে সপ্তাহের সাত দিন যেকোনও সময় টাকা পাঠাতে পারবেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিরা। এক্ষেত্রে ছুটির দিনগুলোতে সাউথইস্ট ব্যাংক বন্ধ থাকলেও এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন প্রবাসীদের স্বজনেরা।

এ ব্যাপারে সাউথইস্ট ফিন্যান্সিয়াল সার্ভিসেস-এর সিইও নাজমুল হুদা আজাদ মিশু বলেন, ‘আমরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠানো আরও সহজ এবং সুলভ করতে কাজ করে যাচ্ছি। বর্তমানে আমরা একটা ব্লকচেইনভিত্তিক প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি; যা আরও সহজে, নিরাপদে এবং দ্রুততম সময়ে টাকা পাঠাতে সাহায্য করবে। আমাদের লক্ষ্য, রেমিটেন্স পাঠানো পুরাপুরি ফ্রি করতে না পারলেও বর্তমান ফি যেন কমাতে পারি।’