গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনে কাজ করবে বিকেএমইএ




বিকেএমইএবাংলাদেশের নিট খাতে কারখানার গ্রিন বিল্ডিং সনদের ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক সই করেছে বিকেএমইএ ও এনভায়রনমেন্ট সাসটেন্যাবিলি গ্লোব প্রাইভেট লিমিটেড। বুধবার (২৭ মার্চ ২০১৯) রাজধানীর বাংলামোটরে বিকেএমইএ ঢাকা কার্যালয়ে দুই মধ্যে সমঝোতা স্মারক হয় বলে বিকেএমইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিকেএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান এবং এনভায়রনমেন্ট সাসটেন্যাবিলি গ্লোবের ব্যবস্থাপনা পরিচালক এ সমঝোতা স্মারকে সই করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারক অনুযায়ী কারখানা সবুজায়নের ক্ষেত্রে গ্রিন বিল্ডিং সনদ প্রাপ্তি, এনার্জি অডিট, এনভায়রনমেন্টাল মডেলিং প্রস্তুতের ক্ষেত্রে নিরবছিন্ন সহযোগিতা অব্যাহত রাখবে বিকেএমইএ ও এনভায়রমেন্ট সাসটেন্যাবিলিটি গ্লোব প্রাইভেট লিমিটেড। নিট খাতে সূর্যের আলো, বৃষ্টি ও ভূ-উপরিস্থ পানি এবং বিদ্যুৎ ব্যবহার ও সঞ্চয়ের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করে কারখানা সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ দূষণ রোধ ও উৎপাদন খরচ হ্রাস করতে এবং বিদেশি ক্রেতাগোষ্ঠীর চাহিদার কারণে দেশে অনেক কারখানা সবুজায়নের দিকে ঝুঁকছে। পর্যায়ক্রমে সব কারখানাই সবুজায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতারা।
অনুষ্ঠানে গ্রিন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেলসহ বিকেএমইএ’র অন্যান্য সেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।